গ্রামঃ চাকসার
ইউনিয়নঃ কালিকচ্ছ,
উপজেলাঃ সরাইল,
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া
বিভাগঃ চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া শহর হতে সিএনজি অথবা বাসে করে সরাইলের বিশ্বরোডে আসতে হবে প্রথমে ( ঢাকা-সিলেট মহাসড়ক), বিশ্বরোড হতে সিএনজি যোগে সরাসরি পৌছে যাবেন ধরন্তী আকাশী বিল বা মিনি কক্সবাজার
এদেশে রয়েছে উঁচুনিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ-যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে। নদীবিধৌত সরস ভূমি বলেই হয়তো এখানে অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে-যা সবুজের সমারহো সৃষ্টি করে। সরাইল উপজেলা ইতিমধ্যে কোন বিনোদন স্পট না থাকলেও। কালিকচ্ছ আকাশী বিলের মিনি কক্সবাজার নামে খ্যাত যা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উত্তর জনপদের মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের আকাশী বিল ধরন্তী এলাকায় সরাইল- লাখাই ও নাসিরনগর সড়কের পুর্ব পাশে নবনির্মিত ” থ্রি স্টার রিসোর্ট” মিনি কক্সবাজারে এই ঈদে বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস