Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কালীকচ্ছ ইউনিয়নের ইতিহাস

ভূ-বিদ তথা ঐতিহাসিকগণের মতে সরাইল এলাকা প্রাগৈতিহাসিক যুগে প্রাকৃতিক দূর্যোগের ফলে কালিদহ সাগরের বর্তমান বাহ্মণবাড়িয়া জেলার সীমনায় যে কয়টি চর সৃষ্টি হয়েছিল তন্মধ্যে সরাইল-কালীকচ্চ এলাকাটি অন্যতম। কালের পরিক্রমায় এখানে গড়ে উঠে একটি সমৃদ্ধ জনগোষ্ঠী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের দূর্ভেদ্য ঘাটি ছিল কলকাতায় এবং কালীকচ্ছ ছিল ব্রিটিশ বিরোধীদের আড্ডাখানা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সাধারণ বিপ্লবীরাও এখানে এসেছেন বেশ কয়েকবার। বিপ্লবী উল্লাসকর দত্ত কালীকচ্ছেরই কৃতি সন্তান। ব্রিটিশ আমলে কালীকচ্ছের কর্মকার পাড়ার  জনৈক কর্মকার হাতে বন্দুক তৈরি করেছিল। একই সময়ে এখানে দিয়াশলাই এবং কাপড়ের কল প্রতিষ্ঠিত হয়েছিল। কালীকচ্ছ মধ্যপাড়ার কুমার শীলের বাড়ীতে সিনেমা হল ছিল। তাঁর নামেই বর্তমান ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের নামকরণ হয়েছে।