Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রস্তুতি সম্পূর্ণ করছে ইসি। মার্চের ১৫ তারিখ থেকে ইউপি নির্বাচন ।
বিস্তারিত
সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ সালের মার্চ মাসের ১৫ তারিখ থেকেশুরু হয়ে কয়েক দফায় শেষ হবে জুন মাসে। এ লক্ষ্যে তড়িঘরি করে সকল প্রস্তুতিসম্পূর্ণকরছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানাযায়।সূত্র জানায়, গত ৬ জানুয়ারি ইসির পক্ষ থেকে দ্রুত নির্বাচন করারজন্য পল্লী উন্নয়ন ও স্থানিয় সরকার মন্ত্রনালয়ের কাছে তালিকা চাওয়া হয়।এরি প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও স্থানিয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিবশরীফা অহমেদ স্বাক্ষরিত এক স্বরক লিপিতে ৪৫৫৩ টি ইউনিয়ন পরিষদ এর তালিকাসহসংশ্লিষ্ঠ তথ্য পাঠানো হয় নির্বাচন কমিশনে।এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম বিডি টুয়েন্টি ফোর লাইভকেবলেন, আমাদের হাতে সময় কম উপজেলা নির্বাচনের পর পর ইউনিয়ন পরিষদ নির্বাচনদেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কমিশন।কবে থেকে নির্বাচন শুরু হবে জানতে চাইলে ইসির সচি সরাসরি কোন তারিখ নাবললেও তিনি জানান, ২০১৬ সালের মার্চ মাসের মাঝামাঝি ইউপি নির্বাচন দিবেইসি। তবে কয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে এ ব্যপারে এখন সিদ্ধান্ত নেয়নিসাংবিধানিক এ সংস্থাটি।ইউনিয়ন পরিষদের মেয়াদ মার্চ থেকে জুলাই মাসে পূর্ণ হবে। সে ক্ষেত্রেজুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে চায় কমিশন। এদিকে দেশজুড়ে ভোটার তালিকাহালনাগাদ চলায় নতুন ভোটাররা ডিসেম্বরে উপজেলা নির্বাচনে ভোট না দিতে পারলেওইউপি নির্বাচনে ভোট দেওয়ার সম্ভবনা রয়েছে। কারণ ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করবে ইসি।উল্লেখ্য,২০১৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষহবে। বর্তমান কমিশনের অধীনে পৌরসভা- ইউনিয়ন পরিষদ ছাড়া আর কোনো বড় ধরনেরনির্বাচন বাকি নেই। এই দুটি স্থানীয় নির্বাচনের জন্য চলমান বাজেটে নির্বাচনখাতে ৩২১ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।- See more at: http://www.bd24live.com/bangla/article/63046/index.html#sthash.cEl8bkH3....
ছবি
ডাউনলোড